পাকিস্তানের অর্থনীতি প্রায় ধ্বংসের পথে। এমতাবস্থায় আবারও বিস্ফোরণে কেঁপে উঠলো পাকিস্তানের একটি মসজিদ। সোমবার পেশোয়ারে ভারতীয় সময়ানুসারে দুপুরবেলা এই ঘটনাটি ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যম।
সূত্রের খবর, পাকিস্তান এবং আফগানিস্তানের সীমানার কাছাকাছি একটি জায়গা পেশোয়ারের এক মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সোমবার। পাশেই রয়েছে পেশোয়ার পুলিশ লাইন। যে কারণে এই মসজিদটি স্থানীয়ভাবে পুলিশলাইন মসজিদ হিসেবেই পরিচিত। সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে মসজিদ চত্বর। ছাদের একটি অংশও ভেঙে পড়েছে। জখম হয়েছেন বহু মানুষ।
প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে এই মসজিদে ঘটেছিল এক ভয়াবহ বিস্ফোরণ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণ ঘটে। এই ঘটনার তদন্তে নেমেছে পাক প্রশাসন।
টাইমস ফোর্টিন ব্যুরো, ইসলামাবাদ।