Purba Bardhaman : ভ্যাটোর চাকায় চূর্ণবিচূর্ণ ৫ বছরের এক শিশুর দেহ

আরও পড়ুন

খড়বোঝাই ভ্যাটোর চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো এক পাঁচ বছরের শিশু। তার পেটের উপর দিয়ে ভ্যাটোর চাকা চলে যাওয়ায় খণ্ড বিখন্ড হল শিশুটির দেহ।এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্রের খবর, নিহত সেই শিশুটির নাম চন্দন হালদার। বাড়ি, কাটোয়া থানার অগ্রদ্বীপের গোপীনাথ তলায়। জানা গিয়েছে, বাচ্চাটি বুধবার বিকেলে তার ঠাকুমার হাত ধরে একটি শ্রাদ্ধবাড়ি থেকে ফিরছিল। সেই সময়ে তাকে পেছন থেকে ওই মোটর চালিত ভ্যাটোটি ধাক্কা মেরে ফেলে দিয়ে তার পেটের উপর দিয়ে চলে যায়। সেখানেই দু’ভাগ হয়ে যায় সেই শিশুর দেহ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে আর বাঁচানো যায়নি। বাড়ির লোকজন এবং ডাক্তারদের সামনেই ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে ছোট্ট দেহটি। আর তারপর ওখানেই মারা যায় মাত্র ৫ বছরের ওই শিশুর।এরপরেই এমন দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা ছুটে আসেন। এদিকে ততক্ষণে পালিয়ে যায় ওই ভ্যাটোর চালক। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

ফোর্টিন টাইমলাইন, কাটোয়া, পূর্ব বর্ধমান।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close