আড়াই মাসের শিশুপুত্রকে আছড়ে ফেলে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার টামনা থানা এলাকার । জানা গিয়েছে, গুড়কুর বাসিন্দা সাগর রুইদাসের সঙ্গে তাঁর স্ত্রীর বনিবনা ছিল না। তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, সাগর মদ্যপ অবস্থায় তাঁর স্ত্রী-কে মারধর করতেন। আড়াই মাস আগে পুত্রসন্তানের জন্ম দেন ওই গৃহবধূ।
সূত্রের খবর,বৃহস্পতিবার ওই গৃহবধূর বাবার বাড়ি যাওয়ার কথা শুনে ক্ষোভে ফুঁসতে থাকেন সাগর। অভিযোগ, আচমকা বিছানা থেকে ছেলেকে তুলে মাটিতে আছাড় দেন তিনি। রক্তাক্ত অবস্থায় শিশুকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহবধূ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।