Purulia : হোস্টেল থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ

আরও পড়ুন

হোস্টেলের ঘর থেকে উদ্ধার এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ। শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাতুড়ি থানার মুরারি গার্লস উচ্চবিদ্যালয়ের গার্লস হোস্টেলে। এমন ঘটনায় শোকের ছায়া ছড়িয়ে পড়েছে মৃত ছাত্রীর পরিবারে।

সূত্রের খবর, মৃতা মধুমিতা সরেন একাদশ শ্রেণির ছাত্রী। সম্প্রতি বিদ্যালয়ে একাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে। ফলে ছাত্রীরা তাদের বাড়িতে ফেরায় হোস্টেল প্রায় ফাঁকা হয়ে যায়। আগামী ১০ এপ্রিলের মধ্যে ছাত্রীদের আবার হোস্টেলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয় বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। সেই অনুযায়ী মধুমিতার বাবা তাকে ৬ এপ্রিল হোস্টেলে দিয়ে যায়। মধুমিতা যখন হোস্টেলে ফেরে তখন হোস্টেল ফাঁকা ছিল। এরপর বাকি ছাত্রীরা হোস্টেলে ফিরে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। বিদ্যালয় কর্তৃপক্ষকে এবিষয়ে জানানো হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মধুমিতার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপর মৃতার ম্রিতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, পুরুলিয়া।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close