কী ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম লিংক অথবা ডিলিংক করতে পারছেন না ? জেনে নিন কিছু নতুন ফিচার্স।

কী ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম লিংক অথবা ডিলিংক করতে পারছেন না ? জেনে নিন কিছু নতুন ফিচারস।

আরও পড়ুন

এখন গোটা বিশ্বের মানুষেরা সোশাল মিডিয়ায় এক্টিভ। তারমধ্যে ফেইসবুক ইনস্টাগ্রাম খুব প্রচলিত। সোশ্যাল মিডিয়ায় এই দুটো আপা খুব ভালো একটা প্ল্যাটফর্ম নিয়েছে। ফেইসবুক লগ ইন করা থাকলে ইনস্টাগ্রাম,আলাদা ভাবে লগ ইন করতে হয়না এর কতগুলো সুবিধে আছে তা বলাবাহুল্য।ফেসবুকের বন্ধুদের খুব সহজেই ইনস্টাগ্রামে লিংক করা যায়। আবার অনেকেই দুটো কে আলাদা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চান সোশ্যাল মিডিয়ায় তারও বিকল্প পদ্ধতি আছে।

       ইনস্টাগ্রামের সঙ্গে ফেইসবুক লিংক পদ্ধতি    

১ প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করুন। এবার প্রোফাইল সিম্বলে ট্যাপ করুন এরপর যে
তিনটি ডট আছে সেটাতে ট্যাপ করুন।
২এরপর সেটিং আইকনে ট্যাপ করুন। এরপর অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে লিঙ্কড অ্যাকাউন্টে
ট্যাপ করুন।
৩ এবার ফেসবুকে ট্যাপ করুন এবং ফেসবুক ক্রেডেন্সিয়াল দিয়ে লগ ইন করুন।
ফেসবুক ছাড়াও টুইটার সহ অন্যান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মেও অ্যাকসেস পাবেন।
৪ এই অ্যাকাউন্টগুলো একবার লিঙ্কড হয়ে গেলে এগুলো থেকে যে কোনও পোস্ট আপনি
ফেসবুকে শেয়ার করতে পারবেন।

ইনস্টাগ্রামের সঙ্গে ফেইসবুক ডিলিংক পদ্ধতি:

১ প্রথমে ইনস্টাগ্রামের ডান দিকের নীচে যে প্রোফাইল ইমেজে আছে তাতে ক্লিক করুন।
২ এবার যে পেজ টা খুলবে তার ডান দিকের ওপরে যে তিনটি লাইনের মতো আইকন আছে
সেখানে ট্যাপ করুন।
৩ এটা করলে যে ড্রপ ডাউন মেনু টা খুলছে তার প্রথমে যে সেটিং অপশন আছে তাতে ট্যাপ
করুন ।
৪ এবার পজের একেবার নীচে যে অ্যাকাউন্ট সেন্টার আছে তাতে ট্যাপ করলে ওপরে আপনার
নাম দেখতে পাবেন।
৫এবার এখানে যে অ্যাকাউন্টটা লিঙ্কড হয়ে আছে সেখানে ট্যাপ করে ডিলিট করে দিন।
৬ এই ট্যাপের পর আপনি কন্টিনিউ অপশন দেখতে পাবেন। এটাতে ট্যাপ করে রিমুভ অপশনে
ট্যাপ করুন। ব্যাস এবার আপনার ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্ট ডিলিঙ্কড হয়ে গেছে।

 

 

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close