Space : হাজার বছর বাদে ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা

আরও পড়ুন

চলতি মাসের শেষ সপ্তাহে একটি আশ্চর্যজনক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য। সৌর পরিবারের চার সদস্য মঙ্গল (Mars), শুক্র (Venus), শনি (Saturn), এবং বৃহস্পতিকে (Jupiter) একই রেখায় অবস্থান করতে দেখা যাবে। যা খালি চোখেই দেখা যাবে, তার জন্য বিশেষ টেলিস্কোপের প্রয়োজন হবে না। এই তথ্য ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে উত্তেজনার শেষ নেই। বিশেষ করে মহাকাশপ্রেমীদের জন্য তো এটা বিরাট একটা সুখবর। 

প্ল্যানেট প্যারেড, এক সারিতে বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং শনি

এই বিষয়টি নিয়ে ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটোরিয়ামের উপ-পরিচালক ড. শুভেন্দু পট্টনায়ক জানিয়েছেন যে, এই বিরল ঘটনা প্রায় ১ হাজার বছর পর ফের ঘটতে চলেছে। এই মাস অর্থাৎ এপ্রিল মাসের শেষ সপ্তাহেই এই অভিনব ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। একে ‘প্ল্যানেট প্যারেড’ (Planet parade) বলা হয়। সৌরজগতের ৪টি গ্রহ একই জায়গায় একটি সারিতে অবস্থান করবে। এই প্ল্যানেট প্যারেড তিন ধরনের হয়। সূর্যের এক পাশে একাধিক গ্রহ একটি রেখাতেই থাকে। এই মহাজাগতিক ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায়। 

পাঠানি সামন্ত প্ল্যানেটোরিয়াম, ভুবনেশ্বর

তিনি আরও জানান, শনি, বৃহস্পতি, মঙ্গল, এবং শুক্র একই রেখায় আসার অর্থ এই নয় যে এই চারটি গ্রহ একে অন্যের খুব কাছাকাছি অবস্থান করবে। তারা। মহাকাশে প্রায় বিলিয়ন কিলোমিটার দূরত্বে থাকবে একে অপরের। কিন্তু, তারা যখন একটি সরলরেখায় আসবে তখন এই গ্রহগুলোকে পাশাপাশি দেখা যাবে। সূর্যাস্ত হওয়ার প্রায় আধঘন্টা পর এই দৃশ্য দেখতে পাওয়া যাবে। যদিও এই বিরল দৃশ্য পরিস্কার ভাবে দেখার জন্য কোনও দূষণ মুক্ত এলাকা, যেমন খোলা মাঠ, পাহাড়ি এলাকা অথবা পাহাড়ের চূড়ায় গিয়ে দেখতে পারেন। তাছাড়া, আপনাদের যদি গ্রহগুলি খুঁজে পেতে কোনও অসুবিধা হয়, তাহলে আপনার স্মার্টফোনে স্টার ট্রেকার নামক অ্যাপটি ডাউনলোড করে তার সাহায্যে দেখতে পারেন। 

এই একই ভাবে ৪টি গ্রহের এক সারিতে থাকাটা বছরে একবারই হয়৷ ৫টি গ্রহের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে প্রতি ১৯ বছরে একবার৷ আবার ৮ টি গ্রহ এক সারিতে অবস্থান করার মতো বিরল ঘটনা ঘটে ১৭০ বছরে মাত্র একবার। চলতি বছরের এপ্রিল মাসে শুক্র, শনি, বৃহস্পতি এবং মঙ্গলের এক সারিতে অবস্থানটি তৃতীয় ধরণের প্ল্যানেট প্যারেড। এইরকম ঘটনা এর আগে ৯৪৭ খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রায় ১০০০ বছর আগে ঘটেছিল। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close