Internet Explorer: আগামীকাল-ই থমকে যাচ্ছে এই ব্রাউজার

আরও পড়ুন

ইন্টারনেট দুনিয়ায় ইন্টারনেট এক্সপ্লোরার (Internet Explorer) ২৭ বছরের পথ থমকে গেল। ১৫ জুন আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার। ১৯৯৫ সালে প্রকাশিত হয় এই ব্রাউজারটি। ২০০৩ সালে প্রায় ৯৫ শতাংশ ব্যবহারের সঙ্গে শীর্ষে স্থান পেয়েছিল এটি। ২০১৬ সাল থেকে, মাইক্রোসফ্ট ইন্টারনেট এক্সপ্লোরারের কোনও নতুন বড় আপগ্রেড বা নতুন সংস্করণ প্রকাশ করেনি। সর্বশেষ এবং চূড়ান্ত সংস্করণটি ইন্টারনেট এক্সপ্লোরার ১১, যা ২০১৩ সালে প্রকাশিত হয়েছিল।

গতবছরই মাইক্রোসফট থেকে ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধের বিষয় ঘোষণা করা হয়েছিল। ১৫ জুনের পর থেকেই এই ব্রাউজারকে আর দেখা যাবে না। একটা সময় ইন্টারনেট এক্সপ্লোরার খুব জনপ্রিয় ছিল। ধীরে ধীরে এর কাজ করার গতি কমে গিয়েছিল। ফলে, কয়েকবছর ধরে এর ব্যবহার অনেক কমে গিয়েছিল। ইন্টারনেট এক্সপ্লোরারের মান এতটাই কমে গিয়েছিল যে ইন্টারনেট দুনিয়ায় একে নিয়ে হাসি-মসকরা শুরু হয়ে যায়। ইন্টারনেটে অনেক সাইটগুলি থেকে টুইটার মাধ্যমে একে বিদায় জানানো হয়।

দীর্ঘ ২৭ বছর পরিষেবা দেওয়ার পর এবার বিদায় নেওয়ার পালা ইন্টারনেট এক্সপ্লোরারের। এর মেয়াদ শুধু আজকের দিন পর্যন্তই। এরপর এই ব্রাউজারকে আর দেখতে পাওয়া যাবে না।

ওয়েব ডেস্ক, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close