দীর্ঘ ৬ মাসের জন্য এক মহাকাশচারীকে পাঠাতে চলেছে আরব

আরও পড়ুন

এবার নয়া চমক দিতে চলেছে দুবাই। গত বছর অর্থাৎ ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে মঙ্গলের কক্ষপথে মহাকাশ যান পাঠিয়ে ইতিহাস তৈরি করে ফেলেছিল সংযুক্ত আরব আমিরশাহী (UAE). এবার এক আরবের মহাকাশচারীকে দীর্ঘ ৬ মাসের জন্য মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে আরব। নাসার সঙ্গে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা করে ফেলেছে সংযুক্ত আরব আমিরশাহী। 

উল্লেখ্য, এর আগেও মহাকাশে মানুষ পাঠিয়ে রেকর্ড গড়ে ফেলেছে আরব। গত ২০১৯ সালে হাজ্জা আল মনসৌরি নামক এক মহাকাশচারীকে মহাকাশে পাঠিয়েছিল আরব। টানা ৮ দিন মহাকাশে কাটিয়ে ফিরেছিলেন মনসৌরি। তবে, এবার নজির গড়তে চলেছে আরব, এত দীর্ঘ সময়ের জন্য এই প্রথম কোনও মহাকাশচারী কাটাবেন মহাকাশে। এর ফলে, মহাকাশ রেসে আরও অনেকটা এগিয়ে যেতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহী, এমনটা নিঃসন্দেহেই বলা যায়। 

মহাকাশচারী হাজ্জা আল মনসৌরি

এই বিষয়ে আমিরশাহীর প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রসিদ আল মাক্তুম একটি ট্যুইট করেন। ট্যুইটে তিনি লেখেন, “মহাকাশের ইতিহাসে ১১ তম দেশ হিসেবে এই প্রথম সংযুক্ত আরব আমিরশাহী দীর্ঘ সময়ের জন্য কোনও নভোচারীকে মহাকাশে পাঠাতে চলেছে। দেশের তরুণদের জন্য আমি খুব গর্বিত বোধ করছি।” আরব এই নজির গড়তে পারলে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত এবং অন্যান্য দেশগুলির পরে একাদশ দেশ হিসেবে জায়গা করে নেবে তারা।

আরবের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রসিদ আল মাক্তুম

সূত্রের খবর, আরবের এই মহাকাশচারীর নাম যদিও এখনও জানা যায়নি। সম্প্রতি, আরব চার জন মহাকাশচারীকে প্রশিক্ষণ নিতে নাসার জনসন স্পেস সেন্টারে পাঠিয়েছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন, মেজর আল মনসৌরি, প্রাক্তন আইটি কর্মী ড. সুলতান আল নায়াদি, হেলিকপ্টার চালক মহম্মদ আল মোল্লা এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নোরা আল মাতরুশি। এই চার জনের মধ্যে নোরাই হলেন দেশের প্রথম মহিলা মহাকাশচারী।

প্রসঙ্গত,  এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারী  মাসে মঙ্গলের কক্ষপথে আরব সংযুক্ত আমিরশাহীর পাঠানো ‘আমাল’ মহাকাশযান সফল ভাবে প্রবেশ করতে পেরেছিল। এটাই ছিল পৃথিবীর কক্ষপথের বাইরে প্রথম কোনও মহাকাশ অভিযান আরবের পক্ষ থেকে। এবার, দীর্ঘ ৬ মাসের জন্য মহাকাশচারী পাঠিয়ে ইতিহাস তৈরি করতে চলেছে দেশটি। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close