Murshidabad: প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে ২৪ কোটি টাকা উদ্ধার

আরও পড়ুন

বুধবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুরের প্রাক্তণ বিধায়ক জাকির হোসেনের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ টাকার বান্ডিল। বুধবার আয়কর বিভাগের আধিকারিকেরা হানা দিয়েছিলেন জাকিরের বাড়িতে। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, জাকিরের বিড়ি কারখানা, গুদাম এবং দফতর থেকে পাওয়া গিয়েছে ১৫ কোটি টাকা। একটি অফিস থেকে ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়।জাকির হোসেন চালকল ও তেলকল-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করা হয়। যদিও জাকির হোসেনের দাবি- তেল মিল ও চাল মিল থেকে নগদ টাকায় শস্য কিনতে হয়। বিড়ি শ্রমিকদের সপ্তাহান্তে মজুরি প্রদান করতে হয়। সেই টাকাই রাখা ছিল বিভিন্ন জায়গায় । জাকির অবশ্য জানিয়েছেন, গত ২৩ বছর ধরে তিনি আয়কর দিয়ে আসছেন।মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক জাকিরের শিব বিড়ি, সামশেরগঞ্জের আনন্দ বিড়ি কারখানা এবং বিজলি বিড়ি কারখানায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। দফায় দফায় তল্লাশি চলে বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার বিকেলের দিকে প্রকাশ্যে আসে নগদ টাকার বান্ডিল এর ছবি। তবে নগদ টাকার উৎস কি তা জানতে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে আয়কর দফতরের আধিকারিকরা।

ফোর্টিন টাইমলাইন, সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close