জাঁকজমকভাবে রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মবার্ষিকী পালন
রবীন্দ্রজয়ন্তী বা ২৫ শে বৈশাখ বাঙালির একটি অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব। এবছর ১৬২ তম জন্মবার্ষিকী পালন হবে। প্রতি বছর বৈশাখ মাসের ২৫ তারিখে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হয়। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্য এবং বাংলাদেশে ও বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিপুল উদ্দীপনার সঙ্গে এই উৎসব পালন করা হয়ে থাকে। প্রবাসী বাঙালিরাও এই উৎসবটিকে পালন করেন। পশ্চিমবঙ্গে এই দিনটি রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পালিত হয়।
রবীন্দ্রজয়ন্তী উৎসব উদ্যাপনের অঙ্গ হল রবীন্দ্রসংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্রনাট্যাভিনয়, রবীন্দ্ররচনাপাঠ, আলোচনাসভার আয়োজন ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবীন্দ্রস্মৃতিবিজড়িত ভবনগুলিতে এই সময় বিশেষ জনসমাগম দেখা যায়। পশ্চিমবঙ্গে রবীন্দ্রজয়ন্তীর প্রধান অনুষ্ঠানগুলি আয়োজিত হয় কলকাতায় অবস্থিত কবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রবীন্দ্রসদন এবং শান্তিনিকেতনে। শান্তিনিকেতন ছাড়া অন্যান্য জায়গাতেও এই দিনটিকে জাঁকজমকভাবে পালন করা হয়।
বাংলাদেশে দেশের সর্বত্র ছোট-বড় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রজয়ন্তী উদযাপিত হয়। এছাড়া শিয়ালদাহ কুঠিবাড়ি ঘিরেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রেডিও এবং টেলিভিশনে সারাদিনব্যাপী প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠান। সকল পত্র-পত্রিকা এই উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করে। ঢাকা এবং চট্টগ্রামে আয়োজন করা হয় রবীন্দ্রমেলার। অন্যান্য কর্মসূচির মধ্যে থাকে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা, নানা প্রদর্শনীর আয়োজন, বই মেলা, সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি।
রবীন্দ্রনাথের জীবদ্দশায়ও রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন করা হতো। ঘটা করে, সাড়ম্বরে এদিনটি পালনের মধ্য দিয়ে বাঙালির ভাষা ও সাহিত্য, শিক্ষা ও সংস্কৃতি, মন-মানসিকতা বিকাশে রবীন্দ্রনাথের মহীরূহপ্রততীম অবদানের প্রতি ঋণ স্বীকার করে।
বাঙালির যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথের রচনায়। এবছর তাঁর ১৬২ তম জন্মদিন। কবিগুরুর জন্মজয়ন্তী রাজ্যজুড়ে পালিত হচ্ছে। এদিনে তাঁর লেখা কবিতা, গানে, গল্পে ও নাচে কবি স্মরণের অনুষ্ঠান হবে। শুধু এরাজ্য নয়, দেশ-বিদেশেও পালন করা হয় কবিগুরুর জন্মদিন। জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন হয় ২৫ শে বৈশাখ। ১২৬৮ সালের ২৫ শে বৈশাখের পূণ্য লগ্নে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন রবীন্দ্রনাথ। তিনি শুধু কবি, ঔপন্যাসিক-ই নন, সংগীত রচয়িতা-সুরকার, নাট্যকার, চিত্রশিল্পী, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, সংগীতশিল্পী, দার্শনিকও ছিলেন। নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তাঁর লেখণীতে।
কলিংবেল
-দীপঙ্কর
মেঘলা ছুটি দিয়ে
নীল আকাশের আজ মেঘলা দিন
গুড়ি গুড়ি বৃষ্টি,
রাস্তায় তাকিয়ে ছিল অনেকদিন
আজ রোড-বৃষ্টির খেলা
খিলখিলিয়ে হাসি –
শরীরে পরজীবী বাস
কিছু একটা ভেতর থেকে আসা
নান্দনিক পরিবেশ
ছেড়ে যাওয়া সম্পর্কগুলোও
নতুন করে আপন করে নেওয়া
হঠাৎ কলিংবেল।
না সে কিন্তু আগের মতো এল না।।
আপনিও হয়ে উঠতে পারেন নামী লেখক। ছোট গল্প, কবিতা, শিক্ষামূলক লেখা পাঠান আমাদের ই-পোর্টালের মেইল আইডিতে। বিভাগীয় সম্পাদক, ’শনিবারের বিকেল’times.14.2020@gmail.com