বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন
মানবাধিকার দিবস(Human Rights Day) জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্যাপন করা হয়। এছাড়াও, ‘সর্বজনীন মানবাধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এই তারিখকে নির্ধারণ করা হয়। সর্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর, ১৯৫০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৭তম পূর্ণ অধিবেশনে ৪২৩(৫) অনুচ্ছেদের মাধ্যমে সদস্যভূক্ত দেশ-সহ আগ্রহী সংস্থাগুলিকে দিনটি তাদের মতো করে উদ্যাপনের আহ্বান জানানো হয়।সোভিয়েত ইউনিয়ন থেকে ১৯৬৩ সালের একটি ডাকটিকিট, মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ১৫তম বার্ষিকী স্মরণ করে
মানবাধিকার(Human Rights) সংক্রান্ত বিষয়ে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের তথ্যচিত্র কিংবা চলচ্চিত্র প্রদর্শনী প্রধানত এদিনের সাধারণ ঘটনা। ঐতিহ্যগতভাবে ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে প্রতি ৫ বছর অন্তর ‘জাতিসংঘের মানব অধিকার ক্ষেত্র পুরস্কার’ প্রদান করা হয়। এছাড়া নোবেল শান্তি পুরস্কার প্রদান কার্যক্রমও এদিনেই হয়ে থাকে।
১৯৪৮ সাল থেকে প্রতি বছরের ১০ ডিসেম্বর দিবসটি যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে বিশ্বজুড়ে পালিত হয়। দিবসটি জাতিসংঘের দ্বারা স্বীকৃত এবং বিশ্বের সর্বত্র পালিত হয়। কিন্তু, দক্ষিণ আফ্রিকায় শার্পেভিল গণহত্যাকে স্মরণ করে দিবসটি ২১ মার্চ উদযাপিত হয়।
যখন সাধারণ পরিষদ ঘোষণাপত্রটি গৃহীত হয়, ৪৮টি রাষ্ট্রের পক্ষে এবং আটটি রাষ্ট্র বিরত থাকে, তখন এটিকে “সমস্ত মানুষ এবং সমস্ত জাতির জন্য অর্জনের একটি সাধারণ মানদণ্ড” হিসেবে ঘোষণা করা হয়, যার প্রতি ব্যক্তি এবং সমাজের “প্রগতিশীল পদক্ষেপের মাধ্যমে প্রচেষ্টা করা উচিত, জাতীয় এবং আন্তর্জাতিক, তাদের সার্বজনীন এবং কার্যকর স্বীকৃতি এবং পালন সুরক্ষিত করতে”। এই পরিমাপটি উকিল এবং সমালোচক উভয়ের দ্বারা একইভাবে “আইন প্রণয়নের চেয়ে ঘোষণামূলক, বাধ্যতামূলকের চেয়ে বেশি পরামর্শমূলক” হিসেবে গ্রহণ করেছিল।
আপনিও হয়ে উঠতে পারেন নামী লেখক। ছোট গল্প, কবিতা, শিক্ষামূলক লেখা পাঠান আমাদের ই-পোর্টালের মেইল আইডিতে। বিভাগীয় সম্পাদক , ’শনিবারের বিকেল’times.14.2020@gmail.com