সরস্বতী পুজোর সময় কেনও কুল খেতে হয় না জানেন?
সরস্বতী পুজোর সঙ্গে যে ফলটি জড়িত তা হল কুল। এই পুজোর বিশেষ ফল এটি। এই পুজোতে ফলটিকে থাকতেই হবে। না থাকলে সরস্বতী পুজোর অনুভবই আসে না। সরস্বতী পুজো শেষ না হয় পর্যন্ত এই ফলের স্বাদ গ্রহণ করা যায় না। টক-মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খুব প্রিয়। পুজোর অঞ্জলি না দেওয়া পর্যন্ত কুল খাওয়ার রীতি নেই। এই প্রথা বহুদিন যাবৎ হলে আসছে। এখনও তার অন্যথা হতে দেখা যায় না। কিন্তু কেনও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না তা জেনে নিই।
সূত্রের খবর, সরোবরে থাকে যে স্বতী তাকেই বলা হয় সরস্বতী। দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব দীর্ঘদিন তপস্যা করেছিলেন। ব্যাসদেবের তপস্যা শুরুর আগে তাঁর তপস্যাস্থলের কাছে দেবী একটি কুল বীজ রেখে বলেন যে, এই কুলবীজ অঙ্কুরিত হয়ে তা পরে চারাগাছে পরিণত হবে। এরপর সেই গাছের কুল যেদিন পেকে ব্যাসদেবের মাথায় পড়বে, সেই দিনই দেবী সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করেন। এরপর ঘটনাটি এমন হয়, সেই কুল বীজ থেকে বড় গাছ হয়। এরপর সেই গাছের কুল যেদিন ব্যাসদেবের মাথায় পড়ে, তখন তিনি বুঝতে পারেন যে দেবী সরস্বতী তাঁর প্রতি তুষ্ট হয়েছেন। সেই দিনটি ছিল পঞ্চমী। সেই দিন সরস্বতীকে কুল নিবেদন করে ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেছিলেন।
তাই সরস্বতী পুজোয় অঞ্জলি দিয়ে দেবী সরস্বতীকে কুল নিবেদন করেই কুল খাওয়া হয়। কিন্তু কোনও লোকাচার বা শাস্ত্রের নিয়ম তো ছোটোরা বোঝে না বা মানতে পারে না। তাই বাড়ির বড়রা তাদের এই বলে ভয় দেখান যে, সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় পাশ করা যায় না বা ঠাকুর পাপ দেন।
তবে স্বাস্থ্যগত কারনেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয়। সরস্বতী পুজোর সময় বা তার আগে শীতকাল চলে। এই সময়ে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় চারিদিকে। সর্দি- কাশি, জ্বর, পেটের সমস্যা ঘরে ঘরে লেগেই থাকে এসময়ে। তাছাড়া, মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কশযুক্ত থাকে। আধ পাকা বা কাঁচা কুল খেলে পেটের সমস্যা বা শরীরের অন্যান্য আরও ক্ষতি হতে পারে। এই সময় বিভিন্ন রকম রোগের আবির্ভাব হওয়ায় সরস্বতী পুজোর সময় গায়ে হলুদ মেখে স্নান করতে হয় বলে এও কথিত রয়েছে ।
আপনিও হয়ে উঠতে পারেন নামী লেখক। ছোট গল্প, কবিতা, শিক্ষামূলক লেখা পাঠান আমাদের ই-পোর্টালের মেইল আইডিতে। বিভাগীয় সম্পাদক , ’শনিবারের বিকেল’times.14.2020@gmail.com