South 24 Pargana : এক টিকিটেই বাজিমাত সাদ্দামের

আরও পড়ুন

লটারির টিকিট কেটেই ভাগ্য বদলে গেল ভাঙড়ের যুবক সাদ্দাম হোসেনের। রাতারাতি কোটিপতি হলেন ওই যুবক। কখনও স্বপ্নেও ভাবতেই পারেন নি তিনি এক কোটি টাকার মালিক হবেন।

সূত্রের খবর, এর আগেও লটারির টিকিট কেটে কখনও ছশো, কখনও বারোশো টাকা জিতেছেন। কিন্তু এবার একেবারে পেয়ে গেলেন এক কোটি টাকা। শানপুকুরের বাসিন্দা সাদ্দাম সবজির গাড়ি চালান। বাড়িতে বাবা, মা, বোন ছাড়াও রয়েছেন স্ত্রী ও সন্তান। গোটা পরিবার চলে সাদ্দামের রোজগারে। সেই কাজেও নেই নিশ্চয়তা। যখন কাজ থাকে না, তখন অন্য কোনও কাজ করে সংসার চালাতে হয় সাদ্দামকে।

জানা গিয়েছে, বুধবার বাজার থেকে বাড়ি ফেরার সময় লটারির একটি টিকিট কাটেন সাদ্দাম। ওই টিকিটেই লুকিয়েছিল কোটি কোটি টাকা। ওই টিকেটে সাদ্দাম পেয়ে যান এক কোটি টাকা। আর এই খবর ছড়িয়ে পড়তেই হৈ হৈ পরে যায় এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকেই সাদ্দ্দামকে অভিনন্দন জানাতে যান এলাকার বাসিন্দারা।

ফোর্টিন টাইমলাইন, দক্ষিণ ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close