Dakshin Dinajpur : বোর্ড গঠন নিয়ে বচসা, পা ভাঙ্গা হল বিজেপি নেতার

আরও পড়ুন

বোর্ড গঠন নিয়ে বচসার জেরে মারধরের ঘটনায় পা ভাঙলো বিজেপি-র মন্ডল সভাপতির। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। জখম মন্ডল সভাপতির নাম গণেশ সরকার। অভিযোগ তৃণমূল দুষ্কৃতীরা তার পায়ে ধারালো অস্ত্রের কোপ দেওয়ায় পা ভেঙ্গে যায়। আহত অবস্থায় তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার পায়ের অস্ত্রোপচার করা হয়।

সূত্রের খবর, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ২৭টি আসনের মধ্যে বিজেপি-১৩, তৃণমূল-১৩, এবং ১টি আসন কংগ্রেস পায়। এদিন বোর্ড গঠনে সেখানে গোপন ব্যালট এভোট চলছিল। অভিযোগ, তৃণমূলের সদস্যরা একাধিক ভোট দেওয়ায় বচসার সূত্রপাত হয়। এরপরই গণেশ সরকার নামে ওই বিজেপি কার্যকর্তার পায়ে ধারালো অস্ত্রের আঘাত করা হয়।

বিজেপি-র জেলা সম্পাদক গৌতম রায় জানান, বোর্ড গঠনে গোপন ভোট করায়, তৃণমূল একাধিক ভোট দিতে থাকে, অভিযোগ পেয়ে বিজেপি-র মন্ডল সভাপতি প্রতিবাদ করতে গেলে তাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়।

যদিও মারধরের ঘটনার কথা অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close