দীর্ঘ তিনদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষমেশ বুধবার বিকেলে মৃত্যুবরণ করল এক কিশোর। সোমবার দুপুরে মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় ওই কিশোর। অবশেষে বুধবার বিকেলে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল তার মৃত্যু হয়। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে ওপর।
মৃত ওই কিশোরের নাম হোপনা মুর্মু। বয়স ১৬ বছর। বংশীহারির দেউরিয়া বাজে হরিপুর গ্রামের বাসিন্দা ছিল সে । সূত্রের খবর, সোমবার দুপুরে সরাইহাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল হোপনা। আচমকাই তাকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়ে ওই কিশোর। স্থানীয়রা এসে তড়িঘড়ি তাকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর হোপনাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাথার আঘাত গুরুতর হওয়ায় সোমবার রাতেই তাকে মালদাতে রেফার করা হয়। প্রথমে মালদায় একদিন একটি নার্সিংহোমে চিকিৎসা চলে ওই কিশোরের। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বুধবার সন্ধ্যায় হোপনাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবর শোনার পর শোকের ছায়া নেমে এসেছে ওই কিশোরের পরিবারের ওপর।
সোমবার ঘটনাস্থলে পৌঁছয় বংশীহারি থানার পুলিশ। পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাইক চালক পলাতক বলে খবর। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর।