Dakshin Dinajpur : ত্রিকোণ প্রেমের জেরে গুলিবিদ্ধ এক কিশোর

আরও পড়ুন

বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের মেয়ের ত্রিকোণ প্রেমের জেরে গুলিবিদ্ধ এক কিশোর। ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুর পুরসভার শেরপুর এলাকায়। পুলিশ সূত্রের খবর, গতকাল রাতে জোড়দিঘী এলাকার বাসিন্দা মানিক হালদার নামে ওই যুবক বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাতে থাকলে সেখানে হঠাৎ করে এক কিশোর ঘটনাস্থলে থাকলে তার পায়ে গুলি লাগে। সেই কিশোরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেই কিশোরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে তৎক্ষণাৎ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় ও সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।

জানা যায়, বংশীহারী থানার জোড়দিঘী এলাকার বাসিন্দা মানিক হালদার নামে ওই যুবকের সঙ্গে বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের মেয়ের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক থাকার পরে হঠাৎ মেয়েটি সেই সম্পর্কের প্রত্যাখ্যান করে। এর পরেই গতকাল রাতে ছেলেটি আগ্নেয়াস্ত্র নিয়ে মেয়েটির বাড়ির সামনে এসে এক রাউন্ড ফায়ার করে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর পরে ঘটনাস্থলে পৌঁছায় বংশীহারী থানার পুলিশ। এরপরে সেই যুবকসহ এক রাউন্ড গুলি ও একটি ফায়ার আর্মস উদ্ধার করে বংশীহারী থানার পুলিশ।

এবিষয়ে বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার জানিয়েছেন, গতকাল রাত সাড়ে দশটা নাগাদ খবর আসে বুনিয়াদপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ও পরে এক রাউন্ড ফায়ার করে সে এলাকায়। ঘটনায় এক কিশোরের পায়ে গুলি লাগে। বর্তমানে সে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে। বুনিয়াদপুর পুর এলাকায় এই ঘটনার জেরে আতঙ্কিত বুনিয়াদপুর পুররবাসী। সকলেই চাইছেন পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন।

Fourteen Times Line, Dakshin Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close