জলে ডুবে মৃত্যু হ’ল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার জামারবড় পুকুর এলাকায়। সূত্রের খবর, মৃত যুবকের নাম যোগেশ পূঝার। বয়স ২৭ বছর। বাড়ি দক্ষিণ দিনাজপুর বংশীহারী থানার জামার বড় পুকুর এলাকায়। গতকাল রাতে বাথরূম করার কথা বলে বেরিয়েছিলেন তিনি। তারপরে আর বাড়িতে ফিরতে পারেনি। সকালবেলা বাড়ি থেকে সামান্য দূরে একটি পুকুর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ।
পরিবারের লোকজনের অনুমান বাথরুম করতে গিয়ে আচমকা পিছলে পুকুরের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মৃত ব্যক্তির আত্মীয় পুলেশ পুঝার জানিয়েছেন, আজ সকালবেলা খবর পাই বাড়ির পাশের এক পুকুরে একটি মৃতদেহ ভেসে উঠেছে। মৃত ব্যক্তির পরনের কাপড় দেখে আমরা সবাই চিনতে পারি। গতকাল রাতে বাথরুম করার কথা বলে বেরিয়েছিলেন তিনি। তারপরে বাড়িতে আসতে পারেনি। তখনই হয়তো পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
Fourteen Time Line, Dakshin Dinajpur