কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনার দাবিতে বিক্ষোভ দেখালেন বিরোধী প্রার্থীরা। শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বংশীহারির দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিজেপি, কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, এখানে তিনটি বুথের ভোট হয়। গত পঞ্চায়েত ভোটে এই কেন্দ্রে ছাপ্পা ভোট ও বোমাবাজি হয়েছিল।
বিজেপি-র জেলা পরিষদ প্রার্থী ক্ষিতীশ মাহাতো বলেন, এধরনের স্পর্শকাতর বুথে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হচ্ছে। তারা কেন্দ্রীয় বাহিনী চান। তা নাহলে তারা ভোট গ্রহণ শুরু করতে দেবেন না বলে হুঁশিয়ারীও দিয়েছেন। তাই এদিন তারা হাই স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।