দণ্ডি কাণ্ডে আদিবাসী মহিলাদের বক্তব্য শোনার পরই প্রদীপ্তা চক্রবর্তীকে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার রাতেই বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র নোটিশ করে সেই অর্ডার দিয়েছেন। সেই নোটিশে বলা হয়েছে, ২ মে থেকে বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারপার্সন-এর পদ থেকে প্রদীপ্তা চক্রবর্তীকে সরানো হল। তিনি ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সলির তথা ভাইস চেয়ারপার্সন ছিলেন। এই নোটিশটি জেলাশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এরপর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।