Dakshin Dinajpur : নো পার্কিং জোনের সমস্যা সমাধানে এগিয়ে এলো বালুরঘাট পুরসভা

আরও পড়ুন

পুর নাগরিকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান খুব শীঘ্রই হতে চলেছে। বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি শহরের একটি পার্কিং জোন নেই আর এই জোন না থাকবার ফলে বালুরঘাট শহর জুড়ে ব্যাপক যানজটের সম্মুখীন হতে হয় শহরের সাধারণ মানুষদের। শহরের বিভিন্ন জায়গায় পুরসভার পক্ষ থেকে নো পার্কিং বলে চিহ্নিত করণ করা থাকলেও পার্কে কোন জায়গা ছিল না। আর এই সমস্যার সমাধানে এগিয়ে আসলো বালুরঘাট পুরসভা।

সূত্রের খবর, বালুরঘাট পুরসভায় নতুন বোর্ড ক্ষমতায় আসার পর বালুরঘাট শহরে একাধিক সমস্যার সমাধানে শহরবাসীকে আশ্বস্ত করে। সেই সমস্যার মধ্যে অন্যতম হলো শহরের পার্কিং জোন না থাকা। ইতিমধ্যে সেই পার্কিং জনের কাজ শুরু করেছে বালুরঘাট পুরসভা শহরের জোড়াবীজ সংলগ্ন এলাকায়। পুরসভার পক্ষ থেকে জানা যায় খুব শীঘ্রই এই কাজ সম্পন্ন করে পুরবাসীদের উপহার দেওয়া হবে।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close