Balurghat : আত্রেয়ীর জলস্ফীতিতে ভাসল সামগ্রী, মেরামতি বন্ধ, দোষারোপ বাংলাদেশকে

আরও পড়ুন

শুক্রবার মধ্যরাতে বালুরঘাটের আত্রেয়ী নদীতে জলস্ফীতি দেখা দেয়। হঠাৎ করে নদীতে জল বেড়ে যাওয়ায় বিপৰ্যস্ত হয়েছে আত্রেয়ী নদী বাঁধের মেরামতির কাজ। বাংলাদেশ থেকে জল ছাড়াই এর অন্যতম কারণ বলে স্থানীয় মানুষের অনুমান।

জলমগ্ন আত্রেয়ী নদীর সংলগ্ন এলাকা

সূত্রের খবর, নদীর উপর রাখা বহু নির্মাণ সামগ্রীও নষ্ট হয়ে গিয়েছে। এছাড়াও অনেক কিছুই ভেসে গিয়েছে বলে নির্মাণকারী সংস্থার অনুমান। জেলা সেচ দফতরসূত্রের খবর, বাংলাদেশ থেকে হঠাৎ করে জল ছেড়ে দেওয়ায় বালুরঘাটের উপর দিয়ে বয়ে যাওয়া আত্রেয়ী নদীতে জলস্ফীতি ঘটে। গোটা এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় নদী বাঁধের কাজ অনেকটাই পিছিয়ে পড়েছে। সঙ্গে কাজের অনেক সামগ্রীও নষ্ট হয়েছে। নদী সংলগ্ন বাসিন্দাদের দাবি- নদী বাঁধের কাজটি যেনও পুনরায় দ্রুততার সঙ্গে শুরু করা যায়, সেই বিষয়টিকে নিশ্চিত করতে হবে সেচ দফতরকে। বাঁধ মেরামতির কাজ শেষ হলে তাদের পক্ষেও স্থানীয় মানুষের সুবিধে হবে। এবিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকারের বক্তব্য-

অন্যদিকে শুক্রবার রাতেই আচমকা নদী সংলগ্ন এলাকা থেকে কাজের নানা সরঞ্জাম তুলতে শুরু করেন নির্মাণ সংস্থার কর্মীরা। সেইসঙ্গে শনিবার সকালেই বিপর্যয় ঘটে যাওয়া এলাকা থেকে ঘটনাস্থল পরিদর্শন করেন সেচ দফতরের মুখ্য কার্যনির্বাহী বাস্তুকার স্বপন বিশ্বাস, সহকারী নির্বাহী বাস্তুকার রঞ্জন মণ্ডল-সহ অন্যান্য আধিকারিকেরা। বিষয়টি সরেজমিনে দেখে পূর্ণাঙ্গ বিবরণ তৈরি করে তার তালিকা জেলাশাসক ও রাজ্যের সেচভবনে পাঠাবেন বলে জানা গেছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close