সীমান্তে পাচারের আগে বিপুল পরিমাণ ভিটামিন ডি-থ্রি ইনজেকশন অ্যাম্পেল আটক করেছে বিএসএফ। সোমবার রাতে বালুরঘাট থানার চকরাম সীমান্তে বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের জওয়ানরা। তারা বস্তাবন্দি ইনজেকশন অ্যাম্পেলগুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার করা ওষুধের বাজারমূল্য তিন লক্ষ টাকা। এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। এদিন বিএসএফ এর পক্ষ থেকে বালুরঘাট থানায় ওই ঔষধ গুলি জমা দেওয়া হয়।
পুলিশের অনুমান, ঔষধগুলি বাংলাদেশে পাচারের উদ্যেশে সীমান্তে মজুদ করা হয়েছিল। তবে এই ওষুধের ইনজেকশন ঠিক কি কি কাজে ব্যবহার হয়, এবং এই ঘটনায় কারা জড়িত তার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা কি বলছেন শুনব-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।