Hooghly : ক্যাশ ভ্যানের চাকা ফেটে দুর্ঘটনায় আহত ৬

আরও পড়ুন

রাষ্ট্রায়াত্ত ব্যাংকের ক্যাশভ্যানের চাকা ফেটে ট্রাক্টরের ধাক্কায় আহত হলেন ৬ জন। সোমবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটে পান্ডুয়ার নিয়ালা দাইপুকুর এলাকায়। আহতরা হলেন অমিত চক্রবর্তী, ষষ্ঠী পাল, প্রণব রক্ষিত, সন্টু পাল, সরিফ শেখ, প্রশান্ত বাউল দাস। তাদের মধ্যে শরিফ ও প্রশান্ত বাউল দাসকে স্থানীয়রা উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। তাদের মাথায়, হাতে ও বুকে আঘাত লাগে। বাকি ৪জনের সামান্য আঘাত লেগেছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শ্রীরামপুর থেকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাশভ্যানের গাড়ি পান্ডুয়ায় দিকে আসছিল এটিএম-এ টাকা ভরার জন্য। এরপরে ক্যাশভ্যানের সামনের চাকা আচমকাই ফেটে যায়।
ইটখালি করে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টরে ধাক্কা মারে ক্যাশ ভ্যানটি। এরপরে জিটি রোডের ওপরে উল্টে যায় গাড়িটি স্থানীয়রা ছুটে এসে গাড়িতে আটকে পড়া চারজনকে উদ্ধার করে ট্রাক্টারে থাকা দুজনে গুরুতর আঘাত লাগায় তাদেরকে পান্ডুয়া হাসপাতালে নিয়ে আসা হয়।

ফোর্টিন টাইমলাইন, পাণ্ডুয়া, হুগলী।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close