অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাসিন্দারা। তাদের মধ্যে পাগলিগঞ্জ ও খাসপুর এলাকার মোট সাতজন। গতকালের ঘটনা সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবার পরিজন। শুক্রবার এবং শনিবার সন্ধ্যে পর্যন্ত অমরনাথ যাত্রায় যাওয়া সাতজনের পরিবার তাদের সঙ্গে সেভাবে যোগাযোগ করতে পারেননি। কারও ফোনেই ফোন লাগছে না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আর ফোন লাগলেও কথা শোনা যাচ্ছে না ঠিক মতন। যার ফলে উদ্বেগ আরও বাড়ছে।
বর্তমানে তারা কি অবস্থায় রয়েছেন, তা জানা নেই পরিবারের সদস্যদের। এদিকে শনিবার সন্ধ্যায় বালুরঘাটের খাসপুর এলাকার পুষ্পজিৎ চক্রবর্তীর সঙ্গে তার পরিবারের শেষ যোগাযোগ হয়। কথা হয়, তারা ফিরছেন বলে জানিয়েছেন। তারপর থেকে আর সেভাবে যোগাযোগ হয়ে ওঠেনি সেই যাত্রীদের সঙ্গে। বর্তমান কি অবস্থায় রয়েছেন তারা তা নিয়ে চরম দুশ্চিন্তা পরিবারের সদস্যদের মধ্যে। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও প্রশাসনের কাছেও এখনও সেভাবে কোনও তথ্য নেই, কার্যত জেলার কত জন অমরনাথ যাত্রায় গিয়েছিলেন এবং তারা কি অবস্থায় রয়েছেন। এবিষয়ে পুষ্পজিৎ চক্রবর্তীর স্ত্রী টুশি চক্রবর্তী কি বলছেন শুনুন-
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।