দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে প্লাস্টিক নিষিদ্ধ করেছে পুরসভা। আগামী ১জুলাই থেকে বালুরঘাট শহরে পুরোপুরিভাবে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। এদিকে প্লাস্টিক বন্ধ নিয়ে বালুরঘাটের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ, ব্যবসায়ী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব সদস্যদের নিয়ে একাধিকবার বৈঠক করেছে বালুরঘাট পুরসভা। উদ্দেশ্য একটাই কিভাবে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা যায়। ৭৫ মাইক্রোনের নীচে কোনভাবেই প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এর পরও নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে ক্রেতাদের ৫০ ও বিক্রেতাদের ৫০০ টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে৷ এদিকে এবার প্লাস্টিক বন্ধ করতে উদ্যোগী হল বালুরঘাট প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ক্যারিব্যাগে নয়, কাগজের ঠোঙাতে করে মিড-ডে-মিলের সামগ্রী প্রদান করা হল অভিভাবকদের৷ এবিষয়ে
শিক্ষক অনিমেষ চক্রবর্তী কি বলেছেন শুনুন-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।