জেলার ফুটবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও জেলা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হ’ল। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে রেফারিদের নিয়ে কর্মশালা আয়োজিত হয়। জেলা রেফারি অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বড় মাপের এই কর্মসূচি চলে। এই কর্মশালায় উপস্থিত ছিলেন কলকাতা থেকে আসা বিশিষ্ট রেফারিরা। ফুটবল খেলার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে আগত রেফারিদের অবগত করান তাঁরা। বিশ্ব ফুটবলে প্রতিমুহূর্তে নিয়মকানুন বদলে যাচ্ছে, আর সেই নয়া নিয়মাবলী পালন সম্পর্কে রেফারিদের অবগত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে খবর। এখানে ৪২ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ৩০ জন পুরুষ এবং ১২ জন মহিলা রেফারি ছিলেন। জেলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে রেফারি অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
এই কর্মশালার উদ্যোক্তা বিশ্বজিৎ ঘোষ বলেন, “আমরা একটি ওয়ার্কশপ করছি। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে-মেয়েরা অংশগ্রহণ করার সুযোগ পাবেন।
আমাদের আশা, এই ওয়ার্কশপের দ্বারা খেলোয়াড়রা খুবই উপকৃত হবেন”। বিশ্বজিৎবাবু আর কি কি বলেছেন শুনবো-
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।