Balurghat : অন্যান্য বাজারের তুলনায় বালুরঘাট বাজারে লক্ষীপুজোর অন্য ছবি

আরও পড়ুন

আজ, রবিবার কোজাগরি লক্ষ্মীপুজো। ঘরে ঘরে ধনো দেবীর পুজোয় কোনও অংশে কমতি না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য সাধারণ মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার জোগাড়। সবজি, ফল কিংবা ফুল এর দাম অগ্নিমূল্যের কারনে বাজারে এসে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।

উল্লেখ্য, বিগত দু’বছর করোনা অতিমারির কারনে নমো নমো করে সব পুজোর মতোই ধনো দেবীর আরাধনাতেও ইতি টেনেছিলেন সাধারণ বাঙালিরা। কিন্তু চলতি বছরে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ার কারনে সাধারণ গৃহস্থরা অনেকটাই জাঁকজমক সহকারে ধনো দেবীর আরাধনায় ব্রতী হয়েছে।

রবিবার অন্যান্য জেলার পাশাপাশিও বালুরঘাট বাজারে অন্যান্য দিনের তুলনায় সবজি কিংবা ফলের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সবজির পাশাপাশি ফুলেরও দাম বৃদ্ধি। পদ্ম ফুলের ২০ থেকে ২৫ টাকা, গাঁদা ফুলের মালা ২৫ থেকে ৩০ টাকা। অন্যান্য দিনের তুলনায় পুজোর দিনে প্রতিটি সবজি কিংবা ফল বা ফুলের দাম বৃদ্ধি পেতেই থাকে। দাম বৃদ্ধি পেলেও এই দিন বালুরঘাট শহরের প্রায় সমস্ত বাজার গুলিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বাজারে সবজির দাম বৃদ্ধি পাওয়ার কারনে অন্যান্য জেলার তুলনায় বালুরঘাট বাজারে লক্ষীপুজোর এক অন্য ছবি ধরা পড়ল।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close