Balurghat: ইয়াবা ট্যাবলেট-সহ ৬ যুবক গ্রেফতার

আরও পড়ুন

বড়সড় সাফল্য দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের। সূত্রের খবর ,বাংলাদেশে পাচারের আগেই বালুরঘাটের কলকলা খাঁড়ি এলাকা থেকে আট হাজার ইয়াবা ও ব্যাথার টাইডল ট্যাবলেট সহ ছয়জন যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানার পুলিশ ক্রেতা সেজে হানা দিয়ে মাদক দ্রব্য সহ ছ ‘জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। ধৃত পাচারকারী যুবকদের নাম অসীম ঘোষ(৩২), আয়ুবুদ্দিন মন্ডল(৩২), আতার মন্ডল(২৮),বিপ্লব মহন্ত(৩৫), নির্মল দাস(২৯) ও নূর হোসেন মন্ডল(৩২)। অসীমের বাড়ি হিলির তিওর এলাকায়, আইয়ুবুদ্দিনের হিলির ডাবড়া এলাকায়, আতারের বাড়ি হিলির জামালপুর এলাকায়, বিপ্লবের বাড়ি হিলির ত্রিমোহনী এলাকায়, নির্মলের বালুরঘাটে বড়কাশীপুর এলাকায়, নূরের বাড়ি হিলির ফতেপুর এলাকায়। ধৃতদের শুক্রবার পুলিশ রিমান্ডে আবেদন জানিয়ে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়।ইয়াবা ট্যাবলেট পাচারের চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে শুক্রবার বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এছাড়া হাজির ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

ফোর্টিন টাইম লাইন , বালুরঘাট

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close