বাবা ২০০৬ সালে অসুস্থ হয়ে গত হয়েছে। বাবা পেশায় ব্যবসায়ী ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অভিরামপুরে বাড়ি হলে পরেও বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গায় মামার বাড়ি থেকেই পড়াশুনা করত এবারে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করা বিজন বর্মন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা বিজন এবারে ৪৯২ নম্বর পেয়েছে ৷ জানা যায় আর্থিক অনটনের জন্য মা মুড়ি বিক্রি করেন এবং বিজন নিজেও কৃষিকাজ করতেন ৷ আগামী দিনে বিজন সিভিল সার্ভিস নিয়ে পড়াশুনা করতে চায়। এদিকে দরিদ্র বিজনের উচ্চ শিক্ষায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। প্রশাসন বা কোন সহৃদয়বান ব্যক্তির সহযোগিতার আবেদন জানিয়েছেন বিজন্ম ও তারপরিবার । শুনে নেব বিজন বর্মন কি বলছেন-
তার মা কি বলছেন শুনব –