Balurghat : পুরসভার জন্মদিনে দু’দিনের অনুষ্ঠান ঘোষণা পুরপিতার

আরও পড়ুন

শনিবার ৭১ বছর পেরিয়ে ৭২ বছরে পদার্পণ করল বালুরঘাট পুরসভা। এদিন সকালে বালুরঘাট পুরসভার জন্মদিন পালিত হয়। শনিবার বালুরঘাটের সুবর্ণতটে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে, কেক কেটে দিনটি উদযাপিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার পুরপিতা অশোক কুমার মিত্র-সহ অন্যান্য কাউন্সিলররা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে পুরপিতা অশোক কুমার মিত্র বলেন,”আজ ১৮ জুন। এদিনটিতেই বালুরঘাট পুরসভার জন্মদিন পালিত হয়। আজ পুরসভার জন্মদিবস উপলক্ষ্যে আগামী ২১ ও ২২ জুন এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বালুরঘাটের গুলমোহরে। সেখানে অংশগ্রহণ করবেন জেলার বিভিন্ন শিল্পীরা”।

বালুঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close