শুক্রবার,২৭ মে বামপন্থী ছাত্র যুব মহিলা ও শ্রমজীবী মহিলাদের ডাকে জেলা শাসক এবং পুলিশ সুপার-এর কাছে ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ হল বালুরঘাটে। জেলা তথা রাজ্যজুড়ে বেড়ে চলা নারী নির্যাতন, ধর্ষণ বন্ধ, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং সরকারি চাকরির পরীক্ষায় সীমাহীন দুর্নীতির মাথাদের গ্রেফতার-সহ একাধিক দাবিতে সমাবেশ হল বালুরঘাট শহরে। এদিন আন্দোলনকারীরা বালুরঘাট শহর পরিক্রমা করে ডি এম অফিসের সামনে বিক্ষোভ অবস্থান বসেন, এর পরে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে তাদের দাবি দাওয়াগুলি পেশ করেন।
Balurghat : নারী নির্যাতন,ধর্ষণ, বন্ধ করা,নিয়োগে দুর্নীতি-সহ একগুচ্ছ দাবি নিয়ে ডেপুটেশন
- Advertisement -