Balurghat: মা-ছেলেকে ছুরি মেরে ধৃত-১, বাকিদের খুঁজছে পুলিশ

আরও পড়ুন

মা ও ছেলেকে ছুরি মারার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। ছুরির আঘাতে জখম হয়েছেন স্বপ্না সরকার মহন্ত ও শীর্ষেন্দু মহন্ত। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের মহন্তপাড়া এলাকায়। ঘটনায় গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত গৌরাঙ্গ মহন্ত। তিনি পেশায় ব্যবসায়ী৷ এদিকে ছুরিকাহত হয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ভর্তি ছিলেন মা ও ছেলে।

সূত্রের খবর ,রবিবার দুপুরে বালুরঘাট হাসপাতাল থেকে ছুটি পান তারা। তারপর বাড়ি ফিরে আসেন। এদিকে গতকাল রাতেই বালুরঘাট থানায় গৌরাঙ্গ মহন্ত সহ মোট তিন জনের নামে লিখিত অভিযোগ দায়ের করে আক্রান্তের পরিবার। অভিযোগ পেয়েই রবিবার গৌরাঙ্গ মন্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে বালুরঘাট জেলা আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় অভিযুক্ত আরও দু’জন বিশ্বচন্ডী মহন্ত ও রকি মহন্ত পলাতক। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এখনো আতঙ্কের পরিবেশ রয়েছে মহন্ত পাড়ায়। বাকি অভিযুক্ত দু’জনের খোঁযে তল্লাশী শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ- দীর্ঘদিন ধরে ওই এলাকার মহিলাকে কটুক্তি করছিলেন তিনি। এর প্রতিবাদ করায় মা ও ছেলেকে ছুরি দিয়ে আঘাত করেন গৌরাঙ্গ।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close