Balurghat: কৃতীদের সংবর্ধনা দিল প্রশাসন

আরও পড়ুন

দক্ষিণ দিনাজপুর জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে ৯ জন উল্লেখযোগ্য স্থান অধিকার করেছে৷ এই ন’জন কৃতি ছাত্রছাত্রীকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল।

সূত্রের খবর ,শুক্রবার দুপুরে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের আত্রেয়ী সভাকক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার উচ্চ মাধ্যমিকে প্রথম দশে স্থান করা ৯ জনকে সংবর্ধনা দেওয়া হয়৷ এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা। এছাড়াও হাজির ছিলেন জেলা সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ৯ জন কৃতি ছাত্র ছাত্রীর পরিবার। এদিন ফুলে তোড়া দিয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়৷ এছাড়াও প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীর পাশে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সর্বদা রয়েছে এমনটা জানিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। বালুরঘাট জেলা শাসক বিজিন কৃষ্ণা আর কি কি বলছেন শুনব –

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট , টাইম ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close