Balurghat : নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

আরও পড়ুন

প্রায় এক হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল দক্ষিণ দিনাজপুরে। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বালুরঘাটের আটইর বাসস্ট্যান্ড এলাকায়। ধৃতের নাম সজল মন্ডল। বাড়ি চকভৃগুর আখিরাপাড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশি সূত্রে খবর, কাফ সিরাপগুলি পতিরামে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই কাফ সিরাপগুলি বাংলাদেশের পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল।
তদন্তকারী অফিসাররা দ্রুত ওকে জিজ্ঞাসা বাদ করে কাফ সিরাপ পাচারচক্রের পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হবে বলেই ধারনা মানুষের।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close