ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে স্কুল পড়ুয়ারা। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুল পড়ুয়া ভর্তি অটোতে ধাক্কা বেসরকারি বাসের। ঘটনায় জখম বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের আটইর মোড়ে। এদিকে পথ দুর্ঘটনার বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে জখম পড়ুয়া ও তাদের অভিভাবকদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। আহত হন তাদের অভিভাবক এবং চালক। ওই তিন খুদে পড়ুয়া বালুরঘাটের একটি বেসরকারি বাংলা মিডিয়াম স্কুলে পাঠ্যরত ছিল। তাদের বাড়ি বালুঘাটের খাসপুর ও পাগলীগঞ্জ এলাকায়। এদিকে জখম ৩জনের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট ট্রাফিক ওসি বৃত্তিসুন্দর সাহা-সহ অন্যান্য পুলিশ কর্মী।
বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।