Balurghat : একাধিক কর্মসূচিতে যোগ দান বিজেপি নেতা মিঠুন-সুকান্তর

আরও পড়ুন

রবিবার বালুরঘাটে একাধিক কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির নেতা তথা প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। এদিন সকালে বালুরঘাটে পৌঁছন মিঠুন চক্রবর্তী। এরপর বালুরঘাটের যুবশ্রী এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বিজেপির বিভিন্ন সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেন তিনি। রবিবার মিঠুন চক্রবর্তীর পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির তিন বিধায়ক বুধুরাই টুডু, অশোক কুমার লাহিড়ী, সত্যেন্দ্রনাথ রায়-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন যুবশ্রী মোড় এলাকার অনুষ্ঠান ভবনে বিকেল ৪ টে পর্যন্ত সাংগঠনিক বৈঠক করেন। এরপর সন্ধ্যেবেলায় বালুরঘাট নিউটন ক্লাবের পুজোর উদ্বোধন করার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close