Balurghat : দন্ডি কান্ডের প্রতিবাদে আট দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি বিজেপি-র

আরও পড়ুন

বালুরঘাট দন্ডি কান্ডের প্রতিবাদে বালুরঘাট পুরসভার অভিযান চালালো বিজেপি। বালুরঘাট টাউন বিজেপির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন বিক্ষোভ কর্মসূচির আগে প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন, টাউন বিজেপি যুব মোর্চার সভাপতি বাবুসোনা অধিকারী-সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

প্রতিবাদ মিছিলের পাশাপাশি এদিন দুপুরে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভও করা হয়। বিক্ষোভ শেষে ডেপুটেশন দেওয়া হয় পুরসভা কর্তৃপক্ষকে। দন্ডি কান্ডে অভিযুক্তের শাস্তি-সহ অন্যান্য দাবিতে এদিনের কর্মসূচি বলেই বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। মোট আট দফা দাবিতে এদিনের কর্মসূচি হয় বিজেপির। তার মধ্যে উল্ল্যেখযোগ্য হল দন্ডি কান্ডে মূল অভিযুক্ত প্রদীপ্তা চক্রবর্তীকে গ্রেফতার করা। পাশাপাশি বালুরঘাট পুরসভার ভাইস কাউন্সিলরের পদ থেকে তাকে বরখাস্ত করা। তা না হলে আগামী দিনে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে সাফ জানিয়েছেন।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close