Balurghat : দুধ জ্বাল দিতেই ফুটে তা রবার-এ পরিণত, কৌতুহলী মানুষ

আরও পড়ুন

দুধ গরম করতে গিয়ে তা রবারে পরিণত হচ্ছে! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকার স্থানীয় একটি চায়ের দোকানে। এমন আশ্চর্যজনক ঘটনার কথা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

সূত্রের খবর, ওই এলাকার স্থানীয় একটি চায়ের দোকানে দুধ গরম করতে গিয়ে অদ্ভুত ঘটনাটি ঘটেছে। ওই দোকানের মালিক দীপক সরকার বলেন, “একজন ছানা খেতে চাওয়ায় প্যাকেটের দুধ কেটে জ্বাল দিতে বসাই। তখন তা রবারের মতো লাগে। ছানা কাটতে গেলেই তা ক্রমশ রবারের মতন হতে থাকে।” ওই প্যাকেটের দুধটি ভেজাল ছিল বলে অনুমান। তবে কি ভেজাল দুধ বিক্রি করা হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close