Balurghat : দুর্গাপুজোর পরই অনুষ্ঠিত হ’ল বোল্লা কাঠামো পুজো

আরও পড়ুন

কাঠামো পুজোর মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বোল্লায় শুরু হল ঐতিহ্যবাহী বোল্লা পুজোর সূচনা। শুক্রবার সকালে বোল্লা মন্দির চত্বরে থাকা পুকুর থেকে কাঠামো তুলে পুজো করা হয়। প্রত্যেক বছর দুর্গা পুজোর পর রীতি মেনে কাঠামো পুজো করা হয় বোল্লায়। শুক্রবার এই কাঠামো পুজো দেখতে দূর-দূরান্ত থেকে লোক আসে বোল্লা মন্দির চত্বরে। দুধ দিয়ে কাঠামো ধুয়ে শুরু হয় কাঠামো পুজো।

প্রসঙ্গত, প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাটের বোল্লা মন্দিরে বোল্লা রক্ষাকালীর পুজো হয়। উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বৃহৎ এবং প্রাচীন এই বোল্লা রক্ষা কালীর পুজো। দূর-দূরান্ত থেকে এই পুজো দেখার জন্য লোকের ভিড়ের সমাগম দেখ যায়।

পুজোর পাশাপাশি চারদিন এখানে মেলা অনুষ্ঠিত হয়। যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এবারে ১১ নভেম্বর বোল্লা রক্ষাকালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close