Balurghat : দক্ষিণ দিনাজপুরে ‘বালুরঘাট দিবস’ উদযাপন

আরও পড়ুন

প্রত্যেক বছরের ন্যায় এবছরও ভারত ছাড়ো আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ‘বালুরঘাট দিবস’ উদযাপন করা হল। এবার৮০ তম বর্ষে পদার্পন করল ‘বালুরঘাট দিবস’। বুধবার বালুরঘাটের ডাঙ্গিতে থাকা ৪২ জনের শহীদদের স্মৃতিসৌধে ফুল মালা দিয়ে ও জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়।

সূত্রের খবর, বুধবার ‘বালুরঘাট দিবস’ উদযাপনের দিন জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে। এরপর শহীদ বেদীতে সকলে ফুল ও মালা দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান। ডাঙ্গির পর বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরেও এই দিনটি উদযাপন করা হয়। প্রশাসনিক ভবন চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্মৃতিসৌধতে শ্রদ্ধা জানান জেলা শাসক বিজিন কৃষ্ণা।

এছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার পুরপ্রশাসক অশোক কুমার মিত্র, উপ-পুর-প্রশাসক প্রদীপ্তা চক্রবর্তী, জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাজেস কুমার মন্ডল, বালুরঘাট দিবস উদযাপন কমিটির সভাপতি পীযুষ দেব, সম্পাদক সুভাষ চাকি, বিপ্লব খাঁ-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এবারও করোনাবিধি মেনে ও সরকারি নির্দেশ মেনেই দিনটি উদযাপন করা হয়।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close