বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বালুরঘাট বনদফতরের উদ্যোগে বালুরঘাট শহরের সাহেবী কাছারি এলাকায় অবস্থিত কেন্দ্রীয় নার্সারি চত্বর সাফাই অভিযান করা হল।
সূত্রের খবর, রবিবার সকালে ঝাড়ু, কোদাল, হাসুয়া নিয়ে বালুরঘাট কেন্দ্রীয় নার্সারি চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করতে নামে। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বালুরঘাট বনদফতরের রেঞ্জার সুকান্ত ওঝা সহ অন্যান্য আধিকারিকরা। শুধুমাত্র আজ নয়, আগামী দিনেও একাধিক কর্মসূচি রয়েছে ৷ মূলত বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখেই এইসব কর্মসূচি বলেই বালুরঘাট বনদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।