শুক্রবার বিডিও অফিস ঘেরাও অভিযানে পুলিশের ব্যারিকেড ভাঙা নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয় বালুরঘাটে। নির্বাচনের সন্ত্রাস ভোট লুট এবং গণনার পর জেলার কুমারগঞ্জে ব্যালট উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে এদিন বিজেপি-র পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুরের প্রতিটি বিডিও অফিসে বিক্ষোভ অবস্থান কর্মসূচি করা হয়। বালুরঘাট বিডিও অফিসে আসার আগেই বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী তাদের মিছিল আটকে দেয়। পুলিশি বাধা পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও অবশেষে পুলিশ তা আটকে দেয়। ফলে বিডিও অফিসের বেশ কিছুটা দূরেই বিজেপি-র মিছিল আটকে যায় । এরপর সেখানেই তারা বিক্ষোভ অবস্থান করতে থাকেন।
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।