Balurghat : সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হ’ল নাটকের শহরে

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ শিশু-কিশোর একাডেমির উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের ব্যবস্থাপনায় শনিবার বালুরঘাট শহরের নাট্যমন্দির প্রেক্ষাগৃহে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হল। এই অনুষ্ঠানে মোট পাঁচটি বিভাগে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ১০০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যারা এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবেন তারা রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। শনিবার শুরু হলেও এই প্রতিযোগিতা চলবে রবিবার পর্যন্ত। মূলত রবীন্দ্র সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি ও শাস্ত্রীয় নৃত্যর উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিনের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল-সহ অন্যান্য বিশিষ্টজনরা। দু’দিন ধরে চলা এই প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে বালুরঘাট নাট্যমন্দিরে উপস্থিত হয়েছেন।

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close