মঙ্গলবার সকালে বালুরঘাট শহরের নাট্যতীর্থ ‘মন্মথ মঞ্চে’ বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার এই আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী হাসানুল্লা লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য পদাধিকারীরা। মূলত কিছুদিন আগেই কেন্দ্র এমআরপিএস আসনের তরফ থেকে বলা হয়েছিল যে দুয়ারে রেশন প্রকল্প চায় না রেশন ডিলাররা। কিন্তু, এদিনের এই আলোচনা সভা থেকে ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে, দুয়ারের রেশন কর্মসূচি তারা চান। তবে এক্ষেত্রে তাদের কিছু দাবি-দাওয়া রয়েছে। সেই সব দাবি-দাওয়াই আলোচনার সভায় আলোচিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন রেশন ডিলারদের যে সমস্যা রয়েছে তাও আলোচনা করা হয়। এছাড়াও সেই সমস্যার সমাধান কি? আগামী দিনে কি কি দাবি দেওয়া রেশন ডিলারদের রয়েছে সেই সব নিয়ে আলোচনা হয়। এদিনের এই আলোচনা সভায় ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।