চিকিৎসার গাফিলতির ফলে এক শিশুর মৃত্যুতে উত্তেজনা ছড়াল বালুরঘাটের হাসপাতালে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মৃত শিশুর পরিবারের লোকেরা।
সূত্রের খবর, মৃত সেই শিশুর নাম দীপ মালি। বয়স ৪ বছর। বাড়ি হিলি থানার তিওরের মালিপাড়া এলাকায়। শুক্রবার বিকেলে দীপ তার বাড়ির পাশেই খেলা কর। সেই সময় তাকে একটি সাপ কামড়ালে অসহ্য যন্ত্রনায় ছটফট করতে থাকে সে। পরিবারের লোকেদের চোখে বিষয়টি পড়তেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এরপরই হাসপাতালে বিক্ষোভ দেখতে শুরু করেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতালে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেই সময় পুলিশের সঙ্গেও প্রথমে বচসা ও পরে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে মৃতের পরিবার। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কর্মীদের গাফিলতির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।