Dakshin Dinajpur : কেন্দ্রীয় প্রতিনিধিদল আসার আগেই বালুরঘাট হাসপাতাল পরিদর্শনে ডি এম

আরও পড়ুন

কেন্দ্রীয় প্রতিনিধিদলের পরিদর্শনের আগে সরেজমিনে বিভিন্ন ওয়ার্ডের পরিকাঠামো খতিয়ে দেখলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। মঙ্গলবার হাসপাতালের বিভিন্ন বিভাগ চালু হতে যাওয়া পরিকাঠামোগুলি ঘুরে ঘুরে দেখেছেন জেলাশাসক শ্রী কৃষ্ণা। তিনি এদিন ডায়ালিসিস ইউনিট যেমন ঘুরে দেখেছেন, ঠিক তেমনি নতুনভাবে চালু হতে যাওয়া সিসিইউ ও এম আর আই বিভাগও ঘুরে দেখেছেন জেলাশাসক। পাশাপাশি উপস্থিত ছিলেন সি এম ও এইচ সুদীপ দাস, অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার-সহ অন্যান্য আধিকারিকরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ২৬,২৭ ও ২৮ তারিখে কেন্দ্রীয় প্রতিনিধি দল বালুরঘাট জেলা হাসপাতাল পরিদর্শন করতে আসছেন। এই তিনদিনের পরিদর্শনে জাতীয় গুণগত মানের সুনিশ্চিতকরণ এবং অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখবেন ওই প্রতিনিধি দল। রেফার, রোগী পরিষেবা, ওয়ার্ডের পরিকাঠামো, স্বচ্ছতা-সহ নানা বিষয়ে একেবারে খুঁটিয়ে নজরদারি চালাবে ওই প্রতিনিধি দলটি। রোগী ও রোগীর আত্মীয়দের সঙ্গেও কথা বলবে প্রতিনিধি দলটি। এসব বিষয়ের উপরে প্রতিনিধি দল যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে এই জাতীয় শংসাপত্র মিলবে হাসপাতালের।

বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close