Balurghat : শহরের দুই অংশে বসতে চলেছে বৈদ্যুতিন সিগনাল ব্যবস্থা

আরও পড়ুন

বালুরঘাট শহরের থানা মোড় ও ট্যাঙ্ক মোড়ে বসতে চলেছে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। মূলত শহরের যানজট ও দুর্ঘটনা এড়াতে শহরের ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে ওই দুই গুরুত্বপূর্ণ জায়গায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বসানো হবে বলে জেলা ট্রাফিক পুলিশ সূত্রে খবর।

বালুরঘাট শহরের বাসস্টান্ড ও হিলি মোড়ে আগে থেকেই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা রয়েছে। কিন্তু ট্যাঙ্ক ও থানা মোড়ে ট্রাফিক সিগন্যাল না থাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চরম সমস্যা হয়। তাই এবারে এই দুই জায়গাতে সিগন্যাল হলে শহরে অনেকটাই যানযট মুক্ত ও দুর্ঘটনাও কম হবে বলে খবর।

অন্যদিকে, বালুরঘাট ব্লকেই পতিরাম তিন কোনা মোড় এলাকাতেও নতুন ট্রাফিক সিগন্যাল বসানো হবে। তা নিয়ে সোমবার দুপুরে বালুরঘাট শহরে ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা, বালুরঘাটের ট্রাফিক ওসি বাবুল হোসেন সহ দায়িত্বপ্রাপ্ত সংস্থার সদস্যরা বালুরঘাট থানা মোড়, ট্যাঙ্কমোড় এলাকা পরিদর্শন করেন। আগামী উল্টোরথের আগেই বালুরঘাট থানা মোড়ে ট্রাফিক সিগনাল চালু হবে বলে আশা পুলিশের। এবিষয়ে ডিএসপি হেড কোয়ার্টার বিল্বমঙ্গল সাহা কি বলেছেন শুনুন-

ফোর্টিন টাইমলাইন, বালুরঘাট।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close