Dakshin Dinajpur : অ্যাসাইনমেন্ট জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বালুরঘাট কলেজে

আরও পড়ুন

অ্যাসাইনমেন্ট জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট কলেজ চত্বরে। মাথা ফাটল এক কলেজ পড়ুয়ার। বালুরঘাট কলেজের সব গেটে তালা মেরে কলেজ অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ চলে বহিরাগতদের৷ এমনকি এক কলেজ পড়ুয়াকে মারধর করা হয়। যার ফলে ওই কলেজ পড়ুয়ার মাথা ফেটে যায়। অবস্থা বেগতিক দেখে কলেজ কর্তৃপক্ষ মূল গেটের তালা ভেঙে দেয়। এরপর এমএ-র আক্রান্ত পড়ুয়া তড়িৎ মন্ডলকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে চিকিৎসা করতে পাঠানো হয়।

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাংলা বিভাগের বিএ ও এমএ ক্লাসের ইন্টারন্যাল অ্যাস্যাইনমেন্ট জমা দেওয়ার তারিখ গতকাল অর্থাৎ মঙ্গলবার বেলা দেড়টার সময় শেষ৷ বেশিরভাগ পড়ুয়ায় সেই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট জমা দিলেও বেশ কিছু জন পড়ুয়া সেই অ্যাসাইনমেন্ট জমা দেয়নি। এরপরই কলেজের তরফ থেকে জানানো হয় যারা জমা দিতে পারেনি তাদের লিখিত চিঠি দিতে হবে। এই কারন দর্শানোর চিঠি দিতে অনেকে আপত্তি জানায়। সেই সময় একদল বহিরাগত ঢুকে পড়ে কলেজে। এবং কলেজের ভক্তের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং যারা লিখিত দিচ্ছিল তাদেরকে বাধা দেওয়া হয়। এমনকি কিছুক্ষণের জন্য কলেজ অধ্যক্ষকেও ঘেরাও করে রাখেন তারা। বহিরাগতদের কোনোভাবেই কলেজে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন কলেজ অধ্যক্ষ ড. পঙ্কজ কুণ্ডু।

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close