দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন করা হল। মঙ্গলবার স্কুল পড়ুয়ারাও অরণ্য সপ্তাহ পালন করল। এদিন স্কুল পড়ুয়ারা পথচলতি মানুষদের মধ্যে গাছের চারা বিতরণ করে।
যেভাবে প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তার জন্য বৃক্ষ রোপণ করা খুবই প্রয়োজন। তা না হলে আগামী দিনে আরও আবহাওয়ার পরিবর্তন হবে। তাই, বৃক্ষ ছেদন নয়, বৃক্ষ রোপণ প্রয়োজন। মঙ্গলবার গাছের চারা বিতরণের পাশাপাশি বালুরঘাট হাইস্কুল সংলগ্ন এলাকার গাছে রাখী পড়িয়ে গাছকে বাঁচানোর অঙ্গীকার নেওয়া হয়। স্কুল পড়ুয়াদের পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক অনিমেষ চক্রবর্তী-সহ অন্যান্য সহ-শিক্ষকরা।
বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।