পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সুভাষগঞ্জের নস রসরতপুর কাটাবাড়ি এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, মৃত ওই ব্যক্তির নাম আনিসুর রহমান। বয়স ৩০ বছর। আনিসুর রহমানের বাড়িতে প্রায়শই অশান্তি লেগেই থাকত। বারংবার পঞ্চায়েত সদস্যকে ডেকে সালিশি সভা করা হলে তাদের মধ্যে পারিবারিক সমস্যার কোনও সমাধান হয়নি। আনিসুরবাবু এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। রবিবার রাত ৮টা নাগাদ আনিসুরবাবু নিজের শোবার ঘরে ফাঁসি দেন। তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার-সহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।